মক্কায় অসুস্থ হাজিদের খোঁজ-খবর নিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী

ইসলাম টাইমস ডেস্ক: সৌদি আরবের মক্কায় বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অসুস্থ হাজিদের চিকিৎসার খোঁজ-খবর নিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ। তিনি বাংলাদেশি রোগীদের চিকিৎসার খোঁজখবর নেন এবং উন্নত চিকিৎসা নিশ্চিত করেন।

সোমবার (০৯ সেপ্টেম্বর) ধর্ম প্রতিমন্ত্রী অ্যাটভোকেট শেখ মোহাম্মদ আব্দুল্লাহ মক্কার হাসপাতালে জানান, তাদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ রয়েছে।

ধর্ম প্রতিমন্ত্রী রোগীদের আশ্বস্ত করে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের পাশে আছেন। ভয়ের কারণ নেই। প্রধানমন্ত্রী তাকে (ধর্ম প্রতিমন্ত্রীকে) রোগীদের উন্নত চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন।

সুস্থ হওয়ার পর রোগীরা যাতে সহজে দেশে ফিরতে পারেন, সে ব্যবস্থা নিশ্চিত করতে হজ্ব কাউন্সিলর মাকসুদুর রহমানকে নির্দেশ দেন তিনি।

উল্লেখ্য, সোমবার (০৯ সেপ্টেম্বর) বিকেলে তিনি জানতে পারেন, চার জন বাংলাদেশি হাজি মক্কার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পরক্ষণে তিনি হাজিদের চিকিৎসার খোঁজখবর নেওয়ার সিদ্ধান্ত নেন।

পূর্ববর্তি সংবাদ১৫ সেপ্টেম্বর থেকে হাইআতুল উলয়ার সাময়িক সনদ প্রদান, উত্তোলনের নিয়মাবলী
পরবর্তি সংবাদমুন্সীগঞ্জে বাস ও কাভার্ডভ্যানের সংঘর্ষে নিহত ২, আহত ১৭