কাশ্মীরের উন্নয়নে ৩৭০ ধারা বাতিল জরুরি ছিল : শাহরিয়ার কবির

ইসলাম টাইমস ডেস্ক : ঘাতক-দালাল নির্মূল কমিটির নির্বাহী সভাপতি শাহরিয়ার কবির বলেছেন, কাশ্মীরের উন্নয়নে ৩৭০ ধারা বাতিল জরুরি ছিল। বাংলাদেশের এক অনলাইন নিউজ পোর্টালকে দেওয়া (৯সেপ্টেম্বর) সাক্ষাতকারে  এ কথা বলেন ঘাদানিক নেতা।

ঘাদানিক নেতা বলেন, ৩৭০ ধারা থাকার কারণে কাশ্মীর উন্নয়নের ধারা থেকে বঞ্চিত হয়েছে। ভারতের অন্য রাজ্যগুলো থেকে তারা পিছিয়ে।

শাহরিয়ার কবির আরও বলেন, ধর্মীয় সহিংসতা কাশ্মীরে ছিল না। জামায়াতে ইসলামীর মতো দলের কারণে সেখানে ধর্মীয় সহিংসতা হয়েছে।

পূর্ববর্তি সংবাদকাবুলে ফের বিস্ফোরণ, আহত ৩
পরবর্তি সংবাদদক্ষিণ আফ্রিকায় এবার মসজিদে বোমা হামলা