ডা. জাকির নায়েকের করা মানহানি মামলায় এবার মালয়েশীয় মন্ত্রীকে তলব

ইসলাম টাইমস ডেস্ক: এবার ডা. জাকির নায়েকের দায়ের করা মানহানির মামলায় মালয়েশিয়ার এক মন্ত্রীসহ পাঁচ জনকে তলব করছে মালয় পুলিশ। সিঙ্গাপুরভিত্তিক সংবাদমাধ্যম দ্য স্টার এ খবর জানিয়েছে।

মালয় সিআইডি পরিচালক দাতুক হুজির মোহাম্মাদ জানিয়েছেন, তদন্তে সহায়তা করার জন্য পুলিশ ওই ব্যক্তিদের জবানবন্দি রেকর্ড করবে।

হুজির মোহাম্মদ বলেন, আমরা তাদের আগেও ডেকেছিলাম। কিন্তু তারা আসেননি। আগামী সপ্তাহের মধ্যে অবশ্যই তাদের জবানবন্দি রেকর্ড করা হবে। খুব শিগগিরই তদন্ত কার্যক্রম সম্পন্ন করতে চান বলেও জানিয়েছেন তিনি।

গত ১৬ আগস্ট বক্তব্যের খণ্ডিত অংশ উপস্থাপন করে ভুল ব্যাখ্যা করার অভিযোগে মালয়েশিয়ার এক মন্ত্রীসহ পাঁচ জনের বিরুদ্ধে পাল্টা মামলা করেন জাকির নায়েক।

মামলায় অভিযুক্তরা হলেন কেন্দ্রীয় সরকারের জনসম্পদমন্ত্রী কুলাসেগারান, সাবেক রাষ্ট্রদূত ডেনিস ইগনাশিয়াস, পেনাং রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী পি রামাসামি, বাগান দালামের প্রতিনিধি সাতিস মুনিয়ান্দি এবং ক্লাংয়ের আইন প্রণেতা চার্লস সান্তিয়াগো।

পূর্ববর্তি সংবাদকাশ্মীর ও আসামে ভারতের আচরণে জাতিসংঘের উদ্বেগ প্রকাশ
পরবর্তি সংবাদবাংলাদেশের উন্নয়নে দীর্ঘমেয়াদি সহায়তার আশ্বাস জাপানের