পাকিস্তানপন্থি কিছু এনজিও রোহিঙ্গা ক্যাম্পে বিশৃঙ্খলা করছে : ওবায়দুল কাদের

ইসলাম টাইমস ডেস্ক: পাকিস্তানপন্থি কিছু এনজিও রোহিঙ্গা ক্যাম্পে বিশৃঙ্খলা করছে বলে মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলারের তথ্য দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ রবিবার (৮ সেপ্টেম্বর) সচিবালয়ে মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নে তিনি এ কথা বলেন।

রবার্ট মিলারের সঙ্গে সাক্ষাৎ প্রসঙ্গে সেতুমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের বিষয়ে কিছু আলোচনা হয়েছে। এনজিও নিয়ে যে কথা হচ্ছে, আমরা কী দৃষ্টিকোণ থেকে বলছি ও কাদের নিয়ে বলছি, আমরা কীভাবে কোন এনজিও চিহ্নিত করছি, এসব বিষয়ে কথা হয়েছে। তাদের কোনো অভিযোগ রয়েছে বলে আমরা মনে করি না।

ওবায়দুল কাদের বলেন, আমাদের কাছে কিছু তথ্য আছে, আমরা সেগুলো খতিয়ে দেখছি। তথ্য সব সত্য হবে এমন কথা নেই। তথ্যের মধ্যে কিছু প্রো-পাকিস্তানি এনজিও রয়েছে। ওই এনজিওগুলো সমস্যা তৈরি করছে, সহিংসতা করছে। সম্প্রতি রোহিঙ্গারা দোয়া করবে, আল্লার কাছে মুনাজাত করবে বলে অনুমতি নিয়ে রাজনৈতিক সমাবেশের দিকে গেছে। এগুলো নিয়ে আমাদের উদ্বেগ রয়েছে, আমরা সেটা বলেছি।

পূর্ববর্তি সংবাদসুস্থ দেখিয়ে খালেদা জিয়াকে আবারও কারাগারে পাঠানোর ষড়যন্ত্র হচ্ছে: ফখরুল
পরবর্তি সংবাদকাশ্মীরে গণগ্রেফতারের ব্যাপারে যুক্তরাষ্ট্রের উদ্বেগ প্রকাশ