তুরস্কের সফল ক্ষেপণাস্ত্র পরীক্ষা

ইসলাম টাইমস ডেস্ক: তুরস্ক অত্যন্ত সফলভাবে প্রথম ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে, যা কংক্রিটের বাঙ্কারেও আঘাত হানতে সক্ষম। তুরস্কের শিল্প ও প্রযুক্তি মন্ত্রীর উদ্ধৃতি দিয়ে শুক্রবার এ খবর প্রকাশ করেছে দেশটির সংবাদমাধ্যম ডেইলি নিউজ।

এসওএম-বি২ নামে ওই ক্রুজ ক্ষেপণাস্ত্রটি বৃহস্পতিবার সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে।

তুরস্কের এটিই প্রথম ক্ষেপণাস্ত্র পরীক্ষা জানিয়ে দেশটির শিল্প ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রী মোস্তাফা ভারাঙ্ক বলেন, টার্কিশ সায়েন্টিফিক অ্যান্ড টেকনোলজিক্যাল রিসার্চ কাউন্সিলের (টিইউবিআইটিএকে) ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ইনস্টিটিউট (এসএজিই) এ ক্ষেপণাস্ত্রের উন্নয়নে কাজ করেছে।

রাষ্ট্রীয় অর্থায়নে পরিচালিত টিইউবিআইটিএকে তুরস্কের শীর্ষস্থানীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক প্রতিষ্ঠান।

এই ক্ষেপণাস্ত্রটি তুরস্কের সশস্ত্র বাহিনী (টিএসকে) গভীর ভূগর্ভে সমাধিস্থ করা লক্ষ্যবস্তুর বিরুদ্ধে ব্যবহার করবে। ক্ষেপণাস্ত্রটির লক্ষ্যবস্তুর পরিসীমা ২৫০ কিলোমিটারেরও বেশি।

পূর্ববর্তি সংবাদগাজীপুরে হোটেলে সিলিন্ডার বিস্ফোরণ, আগুনে দগ্ধ ১৭ কর্মচারী
পরবর্তি সংবাদবিজেপি নেতারা চাঁদে গিয়ে ফ্ল্যাট বানিয়ে থাকুক : মমতা