খুলনায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে ব্যাংক কর্মকর্তা নিহত

ইসলাম টাইমস ডেস্ক: খুলনায় দ্রুতগামী ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আব্দুস সামাদ (৩৭) নামের এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন।

রোববার (৮ সেপ্টেম্বর) সকাল পৌনে ৭টার দিকে খুলনা-সাতক্ষীরা সড়কের নিজখামার এলাকার পল্লীবিদ্যুৎ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুস সামাদ (৩৭) গোপালগঞ্জ জেলার কোটালিপাড়ায় ব্র্যাক ব্যাংকে কর্মরত ছিলেন।

নগরীর লবণচরা থানার সহকারী পুলিশ পরিদর্শক (এসআই) রত্নেশ্বর কুমার মন্ডল জানান, সকাল পৌনে ৭টার দিকে খুলনা-সাতক্ষীরা সড়কের নিজখামার এলাকার পল্লীবিদ্যুৎ অফিসের সামনে সাতক্ষীরাগামী বালুবাহী একটি ট্রাকের সঙ্গে খুলনা অভিমুখী মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক আব্দুস সামাদ নিহত হন।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আব্দুস সামাদ তার গ্রামের বাড়ি থেকে কর্মস্থল গোপালগঞ্জের কোটালিপাড়ায় ব্র্যাক ব্যাংকে যাচ্ছিলেন। নিহত আব্দুস সামাদ যশোর জেলার কেশবপুর উপজেলার সরসকাঠি গ্রামের আনসার আলীর ছেলে।

পুলিশ ঘাতক ট্রাকটি আটক করেছে। তবে চালক ও হেলপার পলাতক বলেও জানান তিনি।

পূর্ববর্তি সংবাদপরিবহন ধর্মঘটে অচল চট্টগ্রাম, ৯ জেলার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন
পরবর্তি সংবাদএবার বাংলাদেশ সীমান্তে স্মার্ট সেন্সর বসাচ্ছে ভারত