যে কাজটা পারো না, তা করো কেন: ভারতকে পাক মন্ত্রী

ইসলাম টাইমস ডেস্ক: চাঁদের পৃষ্ঠ ছোঁয়ার একেবারে শেষ মুহূর্তে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে ভারতের চন্দ্রযান-২। তবে এই অভিযানকে ব্যর্থ নয় বরং ৯৫ শতাংশ সফল বলছে ভারত। তবে এই ঘটনা নিয়ে ভারতকে খোঁচাতে ছাড়েননি পাকিস্তানের এক মন্ত্রী।

পাকিস্তানের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী চৌধুরী ফাওয়াদ হুসেইন এই ঘটনা নিয়ে টুইটারে বেশ কিছু স্ট্যাটাস দিয়েছেন। তিনি ভারতকে ব্যঙ্গ করে লিখেছেন, ‘অঅঅ… যে কাজটা পারো না, সেটা করারই দরকার নেই। প্রিয় ‘এন্ডিয়া’। ইন্ডিয়ার বানান বদলে ‘এন্ডিয়া’ লিখে ভারতের মিশন শেষ (এন্ড) হয়ে গেছে এমনটাই বোঝাতে চেয়েছেন।

এই পোস্টের পর ভারতের অনেক সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারী এই পাক মন্ত্রীকে পাল্টা খোঁচাতে শুরু করে। এক ভারতীয় কটাক্ষের সুরে লিখেছেন, ‘মজার বিষয় হলো, চন্দ্রযান-২ ফাওয়াদ হুসেইনকে সারারাত জাগিয়ে রেখেছিল।’

এরপর আরেক পোস্টে ফাওয়াদ হুসেন বলেন, ‘ভারতীয়দের প্রতিক্রিয়া দেখে আশ্চর্য হচ্ছি। তারা আমাকে এমনভাবে আক্রমণ করছে যেন আমার কারণেই তাদের চন্দ্রাভিযান ব্যর্থ হয়েছে। আমি বলেছিলাম অকারণে ৯০০ কোটি টাকা নষ্ট করতে? এবার মাথা ঠাণ্ডা করে ঘুমিয়ে পড়ুন।’

আরেক টুইটে তিনি লিখেছেন, ‘ঘুমিয়ে পড়, চাঁদের বদলে ওই খেলনাটা মুম্বাইয়ে নেমেছে।’

এখানেই থামেননি তিনি। দেশবাসীর উদ্দেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভাষণ নিয়েও বক্তব্য দিয়েছেন তিনি। এই মন্ত্রী বলেন, ‘মোদির কথা শুনে মনে হচ্ছে, সে রাজনীতিবিদ নন, মহাকাশচারী। লোকসভায় মোদিকে প্রশ্ন করা উচিত, কেন গরিব দেশে ৯শ কোটি টাকা এভাবে নষ্ট করা হলো।’

চন্দ্রপৃষ্ঠে পা রাখার আগে ২.১ কিলোমিটার দূরত্বেই ল্যান্ডার বিক্রমের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় কন্ট্রোলরুমের। চাঁদের অন্ধকার দিকের রহস্য উন্মোচনে বেরিয়ে নিজেই অন্ধকারে হারিয়ে গেছে বিক্রম। এর ভাগ্যে কী ঘটেছে, তা ভারতীয় মহাকাশ বিজ্ঞানীদের কাছে এখনও স্পষ্ট নয়।

পূর্ববর্তি সংবাদভারতীয় নেতাদের কথা থেকে তো মনে হয় না এনআরসি তাদের অভ্যন্তরীণ বিষয়: ফখরুল
পরবর্তি সংবাদগাজীপুরে হোটেলে সিলিন্ডার বিস্ফোরণ, আগুনে দগ্ধ ১৭ কর্মচারী