জাতীয় পার্টির চলমান টানাপোড়েন তাদের নিজস্ব ব্যাপার : ওবায়দুল কাদের

ইসলাম টাইমস ডেস্ক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন,  জাতীয় পার্টির চলমান টানাপোড়েন তাদের নিজস্ব ব্যাপার। এখানে আমাদের কোনো দায় নেই। নিয়ম অনুযায়ী স্পিকার বিরোধী দল নির্বাচন করবেন।

ওবায়দুল কাদের আজ বুধবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আওয়ামী যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত একটি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন বিএনপিকে সংকটে ফেলে দিয়েছে। তিনি বলেন, ‘তারা এ থেকে বেরিয়ে আসতে পারছে না’ উল্লেখ করে তিনি বলেন, বিএনপি দিশেহারা হয়ে বিদেশিদের কাছে ধরনা দিয়ে দেউলিয়া ও হীনমন্যতার পরিচয় দিয়েছে। শেখ হাসিনার সুশাসন তাঁর সাহসী নেতৃত্ব, রাষ্ট্র পরিচালনার দক্ষতা বিশ্বব্যাপী প্রশংসনীয়। বিএনপি যতই বিরোধিতা আর চেঁচামেচি করুক লাভ হবে না।

ওবায়দুল কাদের বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্ব এবং উন্নয়ন ম্যাজিকের মতো। তাঁর জুড়ি বিশ্বে নেই। একজন রাজনীতিকের চিন্তা থাকে পরবর্তী নির্বাচন আর শেখ হাসিনার চিন্তা পরবর্তী জেনারেশনের উন্নয়ন।’

পূর্ববর্তি সংবাদ‘জনগণের পকেট কাটতেই মহাসড়কে টোল আদায়ের সিদ্ধান্ত নিয়েছে সরকার’
পরবর্তি সংবাদডুবন্ত অর্থনীতি থেকে নজর ঘোরাতেই চন্দ্রযান-২ কে ব্যবহার করছে বিজেপি: মমতা