ফরিদপুরে পাটের ট্রাকে দুর্বৃত্তদের আগুন

ইসলাম টাইমস ডেস্ক: ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের পূর্বসদরদী বাসস্ট্যান্ড এলাকায় পাট ভর্তি দুইটি ট্রাকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দশ লাখ টাকার পাট পুড়ে গেছে বলে জানান ক্ষতিগ্রস্তরা। এ ঘটনায় অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন ট্রাক চালক ও সহযোগীরা।

বুধবার (৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার চুমুরদী ইউনিয়নের পূর্বসদরদী বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

পাট ব্যবসায়ী আয়নাল শেখ জানান, গুদাম থেকে বুধবার দিনভর পাট ওজন করে দুইটি ট্রাকে লোড করা হয়। এরপর পাট ভর্তি ট্রাক দুইটি গুদাম ঘরের পাশেই রাখা ছিল। আর ওই ট্রাকের মধ্যেই ঘুমিয়ে ছিলেন চালকরা।

তিনি আরও জানান, বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকালে ওই পাট যশোরের আকিজ কোম্পানির পাট কলে নিয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু বুধবার গভীর রাতে কে বা কারা ট্রাক দুইটিতে অগ্নিসংযোগ করে। তাতে তাদের সমস্ত পাট ও ট্রাকের আংশিক অংশ পুড়ে যায়।

এ ব্যাপারে ভাঙ্গা থানার ওসি কাজী সাইদুজ্জামান জানান, ফরিদপুর-বরিশাল মহাসড়কের পুলিশ টহলকালে পূর্ব সদরদী বাসস্ট্যান্ডে দুইটি ট্রাকে অগ্নিকাণ্ডের এ ঘটনা দেখতে পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। এরপর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় থানায় এখনো কেউ লিখিত অভিযোগ করেনি।

পূর্ববর্তি সংবাদসড়কে শৃঙ্খলা ফেরাতে টাস্কফোর্স গঠন করা হবে: ওবায়দুল কাদের
পরবর্তি সংবাদভারত কখনো হিন্দু রাষ্ট্রে পরিণত হবে না ইনশাআল্লাহ: ওয়াইসি