জাপায় বিভক্তি, রওশনকে চেয়ারম্যান ঘোষণা একাংশের

ইসলাম টাইমস ডেস্ক: হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুর পর তার ভাই জিএম কাদেরকে জাতীয় পার্টির চেয়ারম্যান ঘোষণা করা হলেও এবার এ পদে রওশন এরশাদের নাম ঘোষণা করেছেন পার্টির প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ।

আজ দুপুরে রওশনের গুলশানের বাসভবনে সংবাদ সম্মেলন করে এরশাদ পত্নীকে জাতীয় পার্টির চেয়ারম্যান ঘোষণা দেন তিনি।

জিএম কাদেরকে চেয়ারম্যান পদ ছেড়ে কো-চেয়ারম্যান পদ গ্রহণের আহ্বান জানিয়ে আনিসুল ইসলাম মাহমুদ বলেন, পার্টির মহাসচিব থাকবেন মসিউর রহমান রাঙ্গা। আগামী ছয় মাসের মধ্যে কাউন্সিল করা হবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা সোহেল রানা, গোলাম কিবরিয়া টিপু, মজিবুল হক চুন্নু, নাসিম ওসমান, ফখরুল ইমাম, লিয়াকত হোসেন খোকা, নুরুল ইসলাম ওমর, এসএম ফয়সল চিশতী, মীর আব্দুস সবুর আসুদ ও সফিকুর ইসলাম সেন্টু প্রমুখ।

পূর্ববর্তি সংবাদগাজীপুরে গাড়ির চাপায় সিআইডি পরিদর্শক নিহত
পরবর্তি সংবাদসমুদ্রের জীববৈচিত্র্য রক্ষায় আইওআরএকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর