কাবুলে মার্কিন দূতাবাসের সামনে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১০

ইসলাম টাইমস ডেস্ক: ভয়বাহ বিস্ফোরণে কেঁপে উঠল আফগানিস্তানের রাজধানী কাবুল। এতে নারী ও শিশুসহ অন্তত ১০ বেসামরিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও কমপক্ষে ৪২ জন।

আজ বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল ১০টায় রাজধানীর পূর্বাঞ্চলে অবস্থিত মার্কিন দূতাবাস প্রাঙ্গণে এই বিস্ফোরণটি ঘটে।

কাবুল পুলিশ প্রধানের মুখপাত্র ফিরদৌস ফারামার্জ জানান, নাইন্থ পুলিশ ডিস্টিক্ট্রের সদর শহরে এই বিস্ফোরণ ঘটেছে। গোটা এলাকা ভিআইপি জোন। সেখানে কড়া পুলিশি প্রহরাও ছিল। তার মধ্যে এই বিস্ফোরণ কীভাবে ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, মূলত পুলিশ চেকপয়েন্ট লক্ষ্য করেই হামলার ছক ছিল জঙ্গিদের। তবে তা সফল হয়নি। সাসধারাক এলাকায় এই বিস্ফোরণ হলেও, কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি। এখানেই রয়েছে আফগান ন্যাশনাল সিকিওরিটি অফিস।

মার্কিন দূতাবাসে উপস্থিত এক বিদেশি সাংবাদিক প্রত্যক্ষ করেন গোটা ঘটনা। তিনিই ফোন করে বিষয়টি জানান পুলিশকে। গোটা এলাকা নিশ্ছিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। তবে এই ঘটনার দায় এখনও কেউ স্বীকার করেনি। সূত্র : এপি নিউজ।

পূর্ববর্তি সংবাদভারতের নতুন আইনে মাসুদ আজহারি ও হাফিজ সাইদকে জঙ্গি ঘোষণা
পরবর্তি সংবাদইমরান খান সৌদি, আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীদের যা বললেন