ডিমলা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী যুবক নিহত

ইসলাম টাইমস ডেস্ক: নীলফামারীর ডিমলা উপজেলার সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশী যুবক নিহত হয়েছেন। নিহত যুবকের নাম মোহাম্মদ বাবুল (২২)। তিনি ডিমলা উপজেলার কালীগঞ্জ গ্রামের নুর মোহাম্মদের ছেলে।

এ ঘটনায় সাইফুল ইসলাম (২৩) নামে আরো এক যুবক আহত হয়। সেও একই গ্রামের গোলজার রহমানের ছেলে। মঙ্গলবার ভোরে ডিমলা উপজেলার কালীগঞ্জ সীমান্তে তিস্তা নদীর চরে এই ঘটনা ঘটে।

এলাকাবাসী জানায়, মঙ্গলবার ভোরে তিস্তা নদীর চরে ভুলক্রমে সীমান্ত অতিক্রম করলে ভারতের উড়ান বিএসএফ ক্যাম্পের বিএসএফ সদস্যরা বাবুল ও সাইফুলের ওপরে এলোপাথাড়ি গুলি চালায়। এতে ঘটনাস্থলেই মোহাম্মদ বাবুল নিহত এবং সাইফুল ইসলাম আহত হয়। পরে আহত সাইফুলকে উদ্ধার করে ভারতের মেখলিগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ডিমলা থানার ওসি মফিজ উদ্দিন শেখ বিএসএফ’র গুলিতে নিহতের ঘটনাটি স্বীকার করলেও বিস্তারিত কিছু বলতে পারেননি।

পূর্ববর্তি সংবাদআবার হামলা হলে একজন ইসরাইলি সেনাও নিরাপদ থাকবে না: হিজবুল্লাহ
পরবর্তি সংবাদজাতীয় মহাসড়কে টোল সিস্টেম চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর