আখাউড়ায় অবৈধভাবে ট্রেনের ছাদে ভ্রমণের দায়ে আটক ১৯

ইসলাম টাইমস ডেস্ক: বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষের পূর্ব ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী পহেলা সেপ্টেম্বর থেকে ট্রেনের ছাদে ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। পূর্ব ঘোষিত এ সিদ্ধান্ত অনুযায়ী ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেল স্টেশনে রবিবার (১ সেপ্টেম্বর) দিবাগত রাত থেকে অভিযান শুরু হয়।

পরে ওই অভিযানের সূত্র ধরে মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সকালে অভিযান চালিয়ে আখাউড়ায় দুইটি ট্রেন থেকে ১৯ জনকে আটক করে রেলওয়ে পুলিশ।

রেলওয়ে পুলিশ সূত্রে জানা যায়, সকালে ঢাকা থেকে ছেড়ে আসা আখাউড়া হয়ে চট্টগ্রামগামী মহানগর এক্সপ্রেস ও নোয়াখালী থেকে ছেড়ে আসা আখাউড়া হয়ে ঢাকাগামী আন্তঃনগর উপকূল এক্সপ্রেস দুইটি ট্রেনের ছাদ থেকে ওই ১৯ জনকে আটক করা হয়। পরে তাদের আদালতের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া কারাগারে পাঠানো হয়েছে বলেও সূত্রে জানা যায়।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে আখাউড়া রেলওয়ে থানার ওসি শ্যামল কান্তি দাস বলেন, রেলওয়ে পুলিশের ঘোষিত কর্মসূচির আওতায় ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে ভ্রমণ এড়াতে এ অভিযান চলাকালীন আখাউড়া হয়ে ঢাকা-চট্টগ্রাম ও নোয়াখালী-ঢাকা রেলপথে ট্রেন থেকে তাদের আটক করা হয়।

এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

পূর্ববর্তি সংবাদকাশ্মির সীমান্তে বাঙ্কার তৈরি করছে পাকিস্তান
পরবর্তি সংবাদআবার হামলা হলে একজন ইসরাইলি সেনাও নিরাপদ থাকবে না: হিজবুল্লাহ