এনআরসি ভারতের বিষয়, আমরা কোনো মন্তব্য করব না: স্বরাষ্ট্রমন্ত্রী

ইসলাম টাইমস ডেস্ক: বাংলাদেশ থেকে কেউ ভারতে যায়নি মন্তব্য করে গতকাল ভারতের আসামে ঘোষিত এনআরসি প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, কোনো দেশের অভ্যন্তরীণ ব্যাপারে আমরা মন্তব্য করছি না এবং করতেও চাই না। ভারত যদি আমাদের কোনো কিছু জানায় তখন আমরা আমাদের প্রতিক্রিয়া জানাব।

 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, একাত্তরের পর আমাদের বাংলাদেশ থেকে কেউ ভারতে যায়নি। যারা গেছেন, তারা আগেই গেছেন। ওই দেশ থেকে যেমন এখানে এসেছে, এখান থেকে ওখানে গেছে। কাজেই আমাদের চিন্তিত হওয়ার কোনো কারণ নেই।

কারা কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে মন্ত্রী বলেন, আপনাদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করে সরকারের সাফল্যকে আরও উজ্জল করবেন। কারাভ্যন্তর থেকে জঙ্গি ও শীর্ষ সন্ত্রাসীরা যাতে কোনোরূপ সমাজ ও রাষ্ট্রবিরোধী অপতৎপরতা চালাতে না পারে সে বিষয়ে সতর্ক থাকবেন। শৃঙ্খলা ও মানবিকতাকে প্রাধান্য দিয়ে অনিয়ম ও দুর্নীতি প্রতিরোধ করবেন।

পূর্ববর্তি সংবাদলালমনিরহাটে বন্যার্তদের মাঝে ওলামা কাউন্সিল অব ইতালি‘র ত্রাণ বিতরণ
পরবর্তি সংবাদদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়ার কবরে শ্রদ্ধা জানাল বিএনপি