আসামের এনআরসি থেকে বিজেপি’র শিক্ষা নেয়া উচিত: আসাদউদ্দিন ওয়াইসি

ইসলাম টাইমস ডেস্ক: ভারতের মজলিশ-ই-ইত্তেহাদুল-মুসলেমিন (মিম) প্রধান ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি এমপি বলেছেন, আসামের এনআরসি থেকে বিজেপি’র শিক্ষা নেয়া উচিত। তিনি গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে ওই মন্তব্য করেন।

আসামে গতকাল এনআরসি’র চূড়ান্ত তালিকা প্রকাশিত হয়েছে। এতে ১৯ লাখেরও বেশি মানুষের নাম বাদ পড়েছে। গণমাধ্যমের একটি সূত্র বলছে- এনআরসি থেকে বাদ পড়াদের অধিকাংশই হিন্দু সম্প্রদায়ের মানুষ।

ব্যারিস্টার আসাদ উদ্দিন ওয়াইসি বলেন, হিন্দু ও মুসলিমের ভিত্তিতে দেশজুড়ে এনআরসি’র দাবি বন্ধ করা উচিত বিজেপির। ওদের শিক্ষা নেয়া উচিত যে আসামে কী হয়েছে। অবৈধ অনুপ্রবেশকারীদের বিভ্রান্তি ভেঙে গেছে।

তিনি বলেন, আমার সন্দেহ যে- নাগরিকত্ব সংশোধনী বিলের মাধ্যমে বিজেপি এমন একটি বিল আনতে পারে, যাতে সমস্ত অমুসলিমকে নাগরিকত্ব দেয়া যায়। এরফলে সাম্যের অধিকার লঙ্ঘন হবে।

ওয়াইসি বলেন, আসামের অনেক লোক আমাকে বলেছে, বাবা-মায়ের নাম এনআরসি তালিকায় আছে কিন্তু সন্তানদের নাম নেই!

সূত্র: পার্সটুডে

পূর্ববর্তি সংবাদপটুয়াখালীতে ক্ষুব্ধ গ্রামবাসীর উদ্যোগে সড়কে বাঁশের সাঁকো
পরবর্তি সংবাদপুলিশের ওপর হামলা বড় হামলার ‘টেস্ট কেস’: কাদের