এবার মেয়র সাঈদ গেলেন বিদেশে, ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রমের ভবিষ্যত কী

ইসলাম টাইমস ডেস্ক: এক মেয়রের অনুপস্থিতিতে ‘চিরুনি অভিযান’ বন্ধের খবর প্রকাশ হওয়ার পর এবার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন । রবিবার রাতে সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন

 

ডিএসসিসির জনসংযোগ বিভাগ থেকে জানানো হয়, মেয়র দেশের বাইরে থাকলেও সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখবেন। ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রম মনিটরিং করবেন।

২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে গ্রেনেড হামলায় আঘাত পেয়েছিলেন সাঈদ খোকন। এ কারণেই তাকে মাঝেমধ্যে চিকিৎসার জন্য সিঙ্গাপুর যেতে হয়।

পূর্ববর্তি সংবাদফ্রান্সে ট্রাম্প-মোদি বৈঠক আজ, উঠতে পারে কাশ্মীর প্রসঙ্গ
পরবর্তি সংবাদসৌদিতে আরও এক বাংলাদেশি হাজির ইন্তেকাল