প্রত্যাবাসন ব্যর্থতার দায় বাংলাদেশের উপর চাপাল মিয়ানমার

ইসলাম টাইমস ডেস্ক: দ্বিতীয় দফায় রোহিঙ্গা প্রত্যাবাসন ব্যর্থ হওয়ার জন্য বাংলাদেশকেই দুষল মিয়ানমার। গতকাল শুক্রবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ দোষারোপ করা হয়।

বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ রোহিঙ্গাদের বিষয়ে সঠিক কাগজপত্র দিতে পারেনি।

তবে বাংলাদেশ নয়, মিয়ানমারের কারণেই প্রত্যাবাসন শুরু করা যাচ্ছে না বলে জানিয়েছে জাতিসংঘ।

বৃহস্পতিবার (প্রায় সাড়ে তিন হাজার রোহিঙ্গার মিয়ানমারে ফেরার মাধ্যমে দ্বিতীয় দফায় প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু হওয়ার কথা ছিল। কিন্তু মিয়ানমার সরকার প্রত্যাবাসনের শর্ত পূরণ না করায় রোহিঙ্গারা পিরে যেতে সম্মত হয়নি।

সব ধরনের প্রস্তুতি সত্ত্বেও দ্বিতীয় দফার উদ্যোগ বাস্তবায়ন করতে না পারার জন্য আবারও বাংলাদেশকেই দুষেছে মিয়ানমার। রোহিঙ্গাদের যাচাই বাছাইয়ে সঠিক কাগজপত্র দিতে না পারায় প্রত্যাবাসন প্রক্রিয়া ব্যর্থ হয় বলে দাবি দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের।

চারশ’ হিন্দু রোহিঙ্গাকে ফিরিয়ে দিতে মিয়ানমারের পক্ষ থেকে অনুরোধ করা হলেও বাংলাদেশ তা প্রত্যাখ্যান করে বলেও দাবি তাদের।

তবে জাতিসংঘ বলছে বাংলাদেশ নয়, রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে প্রস্তুত নয় মিয়ানমার সরকার। উত্তরাঞ্চলীয় রাখাইন রাজ্যের বর্তমান পরিস্থিতি রোহিঙ্গাদের ফেরার অনুকূল নয়।

পূর্ববর্তি সংবাদভারত হামলা চালালে কঠোরভাবে মোকাবেলা করা হবে: পাকিস্তান
পরবর্তি সংবাদকাশ্মীরে ঢুকতে দেয়া হয়নি রাহুল গান্ধীসহ অন্য নেতাদেরকে