জি-৭ সম্মেলনকে সময়ের অপচয় বললেন ট্রাম্প

ইসলাম টাইমস ডেস্ক: ফ্রান্সের বায়ারিতজ শহরে দুই দিন ব্যাপী জি-৭ সম্মেলন শুরু হচ্ছে আজ শনিবার। ট্রাম্পসহ বিশ্বের নেতৃবৃন্দ ফ্রান্সে গিয়েছেন। তবে এমন সম্মেলনে যোগ দেয়ার কোনো অর্থই ট্রাম্প বুঝতে পারছেন না।

গত কয়েক সপ্তাহে সহযোগীদের সাথে আলোচনায় ট্রাম্প প্রশ্ন করেছেন যে, কেন তাকে এ সম্মেলনে যেতেই হবে? কারণ তিনি মনে করেন, সেখানে গিয়ে জড়ো হওয়ার কোনো মানে নেই। গত দুটি সম্মেলনও বিতর্কের মধ্য দিয়ে শেষ হয়েছে। এতে কোনো ফলপ্রসূ সিদ্ধান্ত আসে না আর এটা তার সময়েরও অপচয়।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে অধিষ্ঠিত হওয়ার পর তৃতীয়বারের মতো জি-৭ সম্মেলনে যোগ দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প।  যুক্তরাষ্ট্র ছাড়াও জি-৭ এর সদস্য কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়ন।

 

সূত্র: সিএনএন

পূর্ববর্তি সংবাদমাগুরায় প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে নিজেই ফেঁসে গেলেন ইউপি সদস্য
পরবর্তি সংবাদ‘কাশ্মীরে হামলার জন্যে শতাধিক গেরিলা যোদ্ধা প্রস্তুত রেখেছে পাকিস্তান’