মিশরে নিরাপত্তা বাহিনীর গুলিতে ১১ সন্দেহভাজন নিহত

ইসলাম টাইমস ডেস্ক: মিশরীয় নিরাপত্তা বাহিনীর সঙ্গে দেশটির সিনাইয়ে ‘গুলি বিনিময়ে’  ১১ সন্দেহভাজন অস্ত্রধারী নিহত হয়েছে। মিশরের স্বরাষ্ট্রমন্ত্রণালয় জানায়, উত্তর সিনাই প্রদেশের রাজধানী আল-আরিশ নগরীতে মঙ্গলবার এক অভিযানে তারা নিহত হয়।

সিনাইতে সশস্ত্র যোদ্ধাদের সঙ্গে দীর্ঘ সময় ধরে লড়াই চলছে মিশরীয় সেনাদের। এতে বহু সাধারণ মানুষ প্রাণ হারিয়েছেন। গত এপ্রিলে ‘সন্ত্রাসবাদী’ সন্দেহে অনেক মানুষকে গুলি করে মারার অভিযোগ উঠেছিল মিশরীয় নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধেও।

বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে সে সময় সরব হয়ে ওঠে মানবাধিকার সংগঠনগুলি। যদিও তখন এই অভিযোগ অস্বীকার করে সরকারিভাবে ঘোষণা করা হয়েছিল, বিচার বহির্ভূত হত্যা নয়, নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইতেই শতাধিক সশস্ত্র যোদ্ধা নিহত হয়েছে।

পূর্ববর্তি সংবাদ‘গ্রেনেড হামলা তৎকালীন সরকারের পক্ষ থেকেই করা হয়েছিল’
পরবর্তি সংবাদসামাজিক ইস্যু নিয়ে আলেমদের দেশব্যাপী সেমিনার ইতিবাচক ফলাফল বয়ে আনবে