বন্দুকযুদ্ধে অবরুদ্ধ কাশ্মীরে ভরতীয় পুলিশসহ নিহত ২

ইসলাম টাইমস ডেস্ক: ৩৭০ ধারা বিলুপ্তির মাধ্যমে স্বায়ত্তশাসন কেড়ে নেয়ার পর প্রথমবারের মতো কাশ্মীরে হামলার শিকার হলো ভারতীয় পুলিশ।

কয়েক সপ্তাহ অবরুদ্ধ অবস্থার পর বুধবার উত্তর কাশ্মীরের বারামুল্লাতে বন্দুকযুদ্ধ হয়, যাতে একজন কাশ্মীরি এবং একজন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন।

কাশ্মীর জোন পুলিশ টুইটারে জানিয়েছে, ‘একজন কাশ্মীরি নিহত হয়েছেন। অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার হয়েছে এবং এক পুলিশ অফিসার নিহত এবং দুইজনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।’

উল্লেখ্য, গত ৫ আগস্ট ভারতীয় সংবিধানের ৩৭০ ও ৩৫-এ অনুচ্ছেদ দুটি বাতিল করে দেশটির কেন্দ্রীয় সরকার। এর ফলে ভারতের অন্য রাজ্যের বাসিন্দাদের কাশ্মীরে সম্পত্তি ক্রয় করার ওপর বিধিনিষেধ উঠে যায়। পাশাপাশি অন্য রাজ্যে বসবাসরত ভারতীয়দের কাশ্মীরে সরকারি চাকরি পাওয়া কিংবা কাশ্মীরে স্থায়ীভাবে বসবাসের বিধিনিষেধও বাতিল হয়ে যায়।

পূর্ববর্তি সংবাদযেখানেই থাকুন, স্মরণ রাখুন কর্মের লক্ষ্য ও জীবনের উদ্দেশ্য
পরবর্তি সংবাদমালিকপক্ষের আশ্বাসে অবরোধ উঠিয়ে নিলেন পোশাক শ্রমিকরা