কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আদালতে হাজির করা হল ওমর আল-বশিরকে

ইসলাম টাইমস ডেস্ক: সুদানের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট ওমর আল-বশিরকে দুর্নীতির অভিযোগে রাজধানী খার্তুমের আদালতে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে।

গতকাল সোমবার কড়া নিরাপত্তার মধ্য দিয়ে সামরিক গাড়িবহরে করে তাকে আদালত কক্ষে হাজির করা হয়। আদালতের বাইরেও কড়া নিরাপত্তা ছিল বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। খবর রয়টার্সের।

বশিরের বিরুদ্ধে অবৈধভাবে নিজের কাছে বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা রাখা, উপঢৌকন নেওয়া এবং দুর্নীতির অভিযোগ আছে। গত জুনে বশিরের বাড়িতে তল্লাশি চালিয়ে বিদেশি মুদ্রার খনি পাওয়া যায় বলে জানিয়েছিলেন কৌঁসুলিরা। তবে বশিরের আইনজীবীরা এসব অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন।

সুদানে কয়েক মাসের বিক্ষোভের পর এপ্রিলে ক্ষমতাচ্যুত হন ওমর আল বশির। এর মধ্য দিয়ে অবসান ঘটে তার প্রায় ৩০ বছরের শাসনের। গত মে মাসে বশিরের বিরুদ্ধে বিক্ষোভকারীদের হত্যা করারও অভিযোগ দায়ের হয়েছে।

পূর্ববর্তি সংবাদকুমিল্লার মামলায় খালেদা জিয়ার জামিনের মেয়াদ বাড়ল ১ বছর
পরবর্তি সংবাদ২১ আগস্ট গ্রেনেড হামলা, পলাতকদের দ্রুত বিচারের মুখোমুখি করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী