ঢাকার উদ্দেশ্যে কর্মস্থলমুখী মানুষের ভীড়

ইসলাম টাইমস ডেস্ক: ঢাকার উদ্দেশ্য বাড়ছে কর্মস্থলমুখী মানুষের ভীড়। গতকাল বরিশাল নদী বন্দরে সর্বাধিক ভিড় ছিল কর্মস্থলমুখী মানুষের। ঈদের ছুটি আগেভাগেই শেষ হলেও রবিবার সরকারি-বেসরকারি অফিস ধরতে শনিবার উপচে পড়া ভিড় ছিল যাত্রীদের। শনিবার দিনে-রাতে মিলিয়ে ২৪টি লঞ্চ-স্টিমার টইটুম্বুর যাত্রী নিয়ে ছেড়ে গেছে ঢাকার উদ্দেশ্যে।

বরিশোল নদী বন্দর কর্মকর্তা আজমল হুদা সরকার মিঠু সরকার জানান, লঞ্চ যাত্রীদের জন্য বিগত ঈদের চেয়ে এবার নতুন দুটি বিলাসবহুল লঞ্চ সংযুক্ত করা হয়েছে। আর যাত্রীদের নিরাপত্তায় রয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। এ কারণে এবারের ঈদুল আযহায় যাত্রীরা স্বাচ্ছন্দে বাড়ি ফিরেছেন এবং ছুটি শেষে কর্মস্থলে ফিরতে পারছেন বলে তিনি জানান।

পূর্ববর্তি সংবাদভারত ভাঙনের সভাপতি হিসেবে নন্দিত হবেন মোদী : সালিমুল্লাহ খান
পরবর্তি সংবাদকাবুলে বিয়ের অনুষ্ঠানে ভয়াবহ বোমা হামলা, নিহত ২০