ভারত ভাঙনের সভাপতি হিসেবে নন্দিত হবেন মোদী : সালিমুল্লাহ খান

ইসলাম টাইমস ডেস্ক: বিশিষ্ট সমাজ বিশ্লেষক সালিমুল্লাহ খান বলেছেন, ‘ভারত ভাঙনের সভাপতি হিসেবে নন্দিত হবেন মোদী’। জার্মান ভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম ডেয়চে ভেলেকে দেওয়া এক সাক্ষাতকারে তিনি একথা বলেন।

কাশ্মীর অস্থিরতা নিয়ে ডয়চে ভেলের সঙ্গে  সমাজ বিশ্লেষক সলিমুল্লাহ খান বলেন, কাশ্মিরীদের সম্মতি ছাড়া ‘বিশেষ মর্যাদা’ প্রত্যাহার ওই জনপদে কখনো শান্তি ফেরাবে না।

তিনি আরও বলেন, সেই (৩৭০ ধারা) চুক্তিকে তাঁরা লংঘন করবেন৷ তাঁরা খেয়াল করছেন না, এই চুক্তি লংঘন করলে তাঁরা কাশ্মীরের নেহায়েত দখলদার শক্তিতে পরিণত হলেন৷ অর্থাৎ কাশ্মীরকে অখণ্ড ভারতের অংশ হিসেবে গ্রহণ করার উল্টা পিঠ হলো, কাশ্মীরকে দখল করে রাখা৷ কাশ্মীরের জনগণের ইচ্ছে আছে কি নেই, সেই প্রশ্নটা ভারত তুলছে না৷

 

পূর্ববর্তি সংবাদমুন্সিগঞ্জে তাওহীদী জনতার বাধার মুখে সাদপন্থীদের এজতেমা পণ্ড
পরবর্তি সংবাদঢাকার উদ্দেশ্যে কর্মস্থলমুখী মানুষের ভীড়