শুনে শুনে কুরআন মুখস্ত করেন অন্ধ সাজ্জাতুল ইসলাম

ইসলাম টাইমস ডেস্ক: প্রবল ইচ্ছাশক্তি আর দৃঢ় মনোবল থাকলে প্রতিবন্ধী হয়েও অনেক কিছু করা যায়। সাজ্জাতুল তার বড় প্রমাণ। বাহ্যিক দৃষ্টি নেই তার। তারপরও শুনে শুনে পবিত্র কুরআন মুখস্ত করেছেন হাফেজ সাজ্জাতুল ইসলাম (১৮)।

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার আলাওয়ালপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মৃত জবেদ আলী মাল ও সায়েদা বেগমের ছোট ছেলে সাজ্জাতুল। জন্মের পাঁচ বছর পরই সাজ্জাতুল ইসলাম চোখের দৃষ্টি হারান। দেখতে পান না দুই চোখেই। চোখে দেখতে না পেলে কি হবে? মাদ্রাসার শিক্ষকদের কাছ থেকে শুনে শুনে মুখস্ত করেছেন তিনি পবিত্র কুরআন শরীফ।

এ ব্যাপারে হাফেজ সাজ্জাতুল ইসলাম জানান, তার বয়স যখন পাঁচ বছর তখন শরীরে হাম ওঠে। হামে তার দু’চোখের দৃষ্টি হারিয়ে যায়। আট বছর বয়সে চাঁদপুর নেছারিয়া আরাবিয়া হাফিজিয়া মাদ্রসায় হেফজ খানায় ভর্তি হন তিনি। মাদ্রসার শিক্ষক হাফেজ মাওলানা আব্দুর রহমানের মুখে শুনে শুনে দুই বছরেই কুরআন মুখস্ত করেছেন তিনি।

পূর্ববর্তি সংবাদসাত বছরের মধ্যে সর্বনিম্ন লবণের দাম, বিক্রি হয়নি অর্ধেকও
পরবর্তি সংবাদউইঘুর মুসলিম নারীদের জোর করে বন্ধ্যা বানানোর অভিযোগ