তাবু নগরী মিনায় আজ সন্ধ্যায় প্রচুর বৃষ্টিপাত

ইসলাম টাইমস ডেস্ক: তাবু নগরী মিনায় আজ সন্ধ্যায় প্রচুর বৃষ্টি হয়েছে। বৃষ্টির কারণে তাবুর আশেপাশে পানি জমে গেছে। বৃষ্টির হওয়ার ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

এতে দেখা যায়, বৃষ্টির কারণে তাবুর আশপাশে পানি জমে আছে। হাজিরা পানির উপর ‍দিয়েই চলাফেরা করছেন।

এর আগে গত পরশু আরাফার ময়দানেও বৃষ্টি হয়েছিলো। তখনও হাজিরা বৃষ্টির মধ্যেই অবস্থান করেছেন। এবং সন্ধ্যায় তারা মুজদালিফা হয়ে মীনার দিকে রওয়ানা দিয়েছেন।

উল্লেখ্য, ইসলামের বিধান মোতাবেক, ১০ জিলহজ্ব মিনায় প্রত্যাবর্তনের পর হাজিদের পর্যায়ক্রমে চারটি কাজ সম্পন্ন করতে হয়। শয়তানকে (জামারা) পাথর নিক্ষেপ, আল্লাহর উদ্দেশে পশু কোরবানি (অনেকেই মিনায় না পারলে মক্কায় ফিরে গিয়ে পশু কোরবানি দেন), মাথা ন্যাড়া করা এবং তাওয়াফে জিয়ারত।

এরপর ১১ ও ১২ জিলহজ্ব অবস্থান করে প্রতিদিন তিনটি শয়তানকে প্রতীকী পাথর নিক্ষেপ করবেন হাজিরা। সবশেষে কাবা শরিফকে বিদায়ী তাওয়াফের মধ্য দিয়ে শেষ হবে হজ্বের আনুষ্ঠানিকতা।

পূর্ববর্তি সংবাদ৩১ বছরের মধ্যে এবারই সবচেয়ে কমদামে বিক্রি হচ্ছে পশুর চামড়া
পরবর্তি সংবাদঈদুল আজহার দিনেও অবরুদ্ধ কাশ্মীরে বিক্ষোভ