ঈদ শুভেচ্ছা: নরেন্দ্র মোদির তিন লাইনের টুইট

ইসলাম টাইমস ডেস্ক: ৩৭০ ধারা বাতিল ও কাশ্মীরে ব্যাপক নির্যাতন ও উত্তেজনার ফলে মুসলমানদের মনে সৃষ্ট ক্ষোভ ও বেদনার মধ্যেই এল ঈদুল আযহা বা কুরবানির ঈদ। ভারত, বাংলাদেশ, পাকিস্তানসহ উপমহাদেশীয় দেশগুলোতে ঈদুল আযহা পালিত হচ্ছে আজ সোমবার। চাপা এই উত্তেজনা ও ক্ষোভের মধ্যেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঈদ শুভেচ্ছা জানিয়েছেন।

এনডিটিভির খবরে জানা যায়, মোদি আজ সকালে সংক্ষিপ্ত এক টুইট বার্তায় তার দেশের মুসলমানদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। তিন লাইনের টুইটে তিনি লিখেছেন, ‘ঈদুল আযহা উপলক্ষে আমার আন্তরিক শুভেচ্ছা। আমি আশা করি, এই উৎসব আমাদের সমাজে আনন্দ ও শান্তির প্রেরণা ছড়িয়ে দেবে। ঈদ মুবারক।’

অবশ্য গরুর গোশত খাওয়া, গরু বহন ও কুরবানির জন্য গরু জবাই করার ‘অপরাধে’ যে দেশে যখন তখন মানুষ হত্যা করা হয়, সেখানে ঈদুল আযহা কীভাবে ‘আনন্দ ও শান্তির প্রেরণা ছড়াবে’ ওই ব্যাখ্যা তার টুইটে নেই।

পূর্ববর্তি সংবাদকুরবানীর গরু : ছবি আপলোডে আপত্তি কোথায়
পরবর্তি সংবাদ৪১ হাজার ছাড়াল ডেঙ্গু আক্রান্তের সংখ্যা