রাশিয়ান বিমান হামলায় সিরিয়ার ৪ নাগরিক নিহত

ইসলাম টাইমস ডেস্ক: সিরিয়ার উত্তরাঞ্চলে রাশিয়ার বিমান হামলায় অন্তত ৪ জন সাধারণ নাগরিক নিহত হয়েছে। বৃহস্পতিবার (৮ আগস্ট) এই হামলা চালানো হয়েছে বলে দেশটির সরকারি বাহিনীর এক বিবৃতিতে জানানো হয়েছে। ‘আনাদলু এজেন্সি’

ওই বিবৃতিতে আরও বলা হয়, নিহত ৪ নাগরিকের মধ্যে ৩ জন ইদলিব জেলার খান শেইখোন্ন অঞ্চলের বাসিন্দা এবং একজন হামা প্রদেশের লাতমেন গ্রামের বাসিন্দা।

তুরস্ক ও রাশিয়া গত সেপ্টেম্বর মাসে ইডলিবকে ডি-এসক্লেশন জোনে পরিণত করার বিষয়ে একমত হয়েছিল যেখানে হামলার বিষয় স্পষ্টভাবে নিষিদ্ধ করা হয়েছিল।

২০১১ সালের শুরুর দিকে সিরিয়া একটি ভয়াবহ গৃহযুদ্ধে জড়িয়ে পড়েছিল, যখন বাশার আল-আসাদ সরকারের অপ্রত্যাশিত বর্বরতার সাথে গণতন্ত্রপন্থী বিক্ষোভ শুরু হয়েছিল।

তার পর থেকে, জাতিসংঘের পরিসংখ্যান মতে এই যুদ্ধে কয়েক লক্ষ মানুষ নিহত হয়েছে এবং আরও এক কোটিরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

পূর্ববর্তি সংবাদঈদে একটানা বিদ্যুৎ সরবরাহের নির্দেশ
পরবর্তি সংবাদরাস্তার গাইড ওয়াল নির্মাণে কলাগাছ!