কাশ্মীর ইস্যুতে বাংলাদেশে ‘জলঘোলা’ করলে ব্যবস্থা নেওয়া হবে: বেনজীর

ইসলাম টাইমস ডেস্ক: কাশ্মীর ইস্যুতে বাংলাদেশের জল ঘোলা করার চেষ্টা করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে বলে জানিয়েছেন র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ।

তিনি বলেন, ‘দেশে আলট্রা ইসলামিস্টের সংখ্যা বেশি নয়। যারা রয়েছে তারা ২৪ ঘণ্টা নজরদারিতে রয়েছে।

কাশ্মীর ইস্যু ভারতের অভ্যন্তরীণ বিষয় মন্তব্য করে বেনজীর আহমেদ বলেন, তাদের নিজস্ব বিষয়ে আমাদের কোনো মন্তব্য নেই। আশা করব ভারতের অভ্যন্তরীণ বিষয়টি নিয়ে দেশে পানি ঘোলা করার চেষ্টা করবেন না।’

আজ শুক্রবার দুপুরে রাজধানীর কারওয়ানবাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে ঈদে নিরাপত্তাব্যবস্থা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এ সতর্কবার্তা দেন র‌্যাব ডিজি।

পূর্ববর্তি সংবাদখুলনাগামী সুন্দরবন এক্সপ্রেসের বগি লাইনচ্যুত
পরবর্তি সংবাদমিশরে নিরাপত্তা বাহিনীর অভিযানে অজ্ঞাতনামা ১৭ জন নিহত