ট্রাম্প একটা ‘ইন্টারন্যাশনাল ডাকাত’: ভেনিজুয়েলা

ইসলাম টাইমস ডেস্ক:  মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রে থাকা ভেনিজুয়েলার সব সম্পদ বাজেয়াপ্ত করার নির্দেশ দেয়ায় মার্কিন সরকারকে ‘আন্তর্জাতিক ডাকাত’ বলে অভিহিত করেছে ভেনিজুয়েলা।

 

তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘সংঘবদ্ধ অপরাধী চক্রের সদস্য’ এবং ‘আন্তর্জাতিক দস্যু’ বলে অভিহিত করেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার যুক্তরাষ্ট্রে থাকা ভেনিজুয়েলার সকল সরকারি সম্পদ জব্দ করার নির্দেশ দেন। সেইসঙ্গে দেশটির কর্তৃপক্ষের সাথে লেনদেন নিষিদ্ধ করেছেন।

ওয়াল স্ট্রীট জার্নাল জানায়, বিগত ৩০ বছরের মধ্যে পশ্চিম গোলার্ধের দেশের কোন সরকারের বিরুদ্ধে এটি এ ধরনের প্রথম পদক্ষেপ।

পূর্ববর্তি সংবাদশাহজালালে ৬ কোটি টাকার স্বর্ণসহ দুই জাপানি নাগরিক আটক
পরবর্তি সংবাদকাশ্মীর থেকে বিবিসির সাংবাদিক যা জানালেন