হাফিজ সাইদকে মুক্তি দিল পাকিস্তান

ইসলাম টাইমস ডেস্ক: হাফিজ সাইদকে জেল থেকে ছেড়ে দিল পাকিস্তান। টাইমস নাওয়ে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, বুধবার পাকিস্তানের কোট লাখপত জেল থেকে মুক্তি দেওয়া হয়েছে জামাত-উদ-দাওয়ার প্রধান হাফিজ সাইদকে।

সোমবার সংবিধানের ৩৭০ ধারা খারিজ করে কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার করার প্রস্তাব দেয় ভারতের ক্ষমতাসীন বিজেপি সরকার। এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানায় পাকিস্তান। এমনকি ৩৭০ ধারা খারিজ করে দেওয়ায় ফের পুলওয়ামা হামলার মতো ঘটনা ঘটতে পারে বলে জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তারপর বুধবার হাফিজ সাইদকে মুক্তি দেওয়া হল।

আন্তর্জাতিক চাপের মুখে গত ১৭ জুলাই হাফিজ সাইদকে গ্রেফতার করা হয়েছিল। হাফিজ সাইদ লস্কর-ই-তৈয়বার শাখা সংগঠন জামাত-উদ-দাওয়া প্রধান। সূত্র: এইসময়।

পূর্ববর্তি সংবাদকাশ্মিরের সাংবিধানিক মর্যাদা বাতিল করতে ভারতের ৩৭০ ধারার বিলুপ্তি অবৈধ: ওআইসি
পরবর্তি সংবাদ৩৭০ ধারা বাতিল নিয়ে যা বলছে কাশ্মীরের সাধারণ মানুষ