ঈদুল আযহা উপলক্ষে ঢাকা উত্তরে বসছে ১০টি কুরবানির হাট

ইসলাম টাইমস ডেস্ক: ঈদুল আযহা উপলক্ষে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) মোট ১০টি কুরবানির পশুর হাট স্থাপনের বিষয়ে চূড়ান্ত করেছে। এর মধ্যে একটি স্থায়ী এবং ৯টি অস্থায়ী হাট রয়েছে।

গাবতলী গরুর হাটটি একমাত্র স্থায়ী পশুর হাট। প্রতি বছরের মতো এবারও হাটের ইজারা পেয়েছেন লুৎফর রহমান। এছাড়া বাকি নয়টি হাট অস্থায়ী। এর মধ্যে রয়েছে উত্তরা ১৫ নম্বর সেক্টরে ১ ও ২ নং ব্রিজের পশ্চিমের ফাঁকা জায়গা, ইজারাদার নূর হোসেন। ভাটারা সাঈদ নগর বসুরহাট, ইজারা পেয়েছেন ইকবাল হোসেন খন্দকার। ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের খেলার মাঠের ইজারা পেয়েছেন জালালউদ্দিন।

মোহাম্মদপুর বুদ্ধিজীবী সড়ক সংলগ্ন (বছিলা) পুলিশ লাইনের খালি জায়গায় হাটটির ইজারা পেয়েছেন স্থানীয় যুবলীগ নেয়া শাহ আলম হোসেন জীবন। মিরপুর সেকশন- ৬ এর ইস্টার্ন হাউজিংয়ের খালি জায়গার আশরাফ উদ্দিন। মিরপুর ডিওএইচএস সংলগ্ন উত্তর পাশের সেতু প্রপার্টি ও সংলগ্ন খালি জায়গার আব্দুল হালিম। আফতাব নগরের ই-ব্লকের খালি জায়গার নবী হোসেন রনি। শিয়ালডাঙ্গা সংলগ্ন খালি জায়গার হিরা আহমেদ রতন এবং ভাষানটেক রাস্তার পাশের ফাঁকা জায়গা ইজারা পেয়েছে হামিদা এন্টারপ্রাইজ।

আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে এরই মধ্য এসব স্থানে অস্থায়ী হাট নির্মাণের কাজ প্রায় শেষ হয়েছে। কোনো কোনো হাটে দেখা মিলছে কোরবানির পশু।

পূর্ববর্তি সংবাদসুনামগঞ্জে দুই পক্ষে সংঘর্ষে আহত অর্ধশতাধিক
পরবর্তি সংবাদকাশ্মীরের বিশেষ মর্যাদা কেড়ে নেয়ার তীব্র নিন্দা জানিয়েছেন আল্লামা বাবুনগরী