ইমরান খানের সঙ্গে এরদোগানের ফোনালাপ, এবার মোদির অপেক্ষায়

ইসলাম টাইমস ডেস্ক: ভারত অধিকৃত কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল ও পরবর্তী কার্যক্রম গভীরভাবে পর্যবেক্ষণ করছে তুরস্ক। উদ্বেগজনক পরিস্থিতিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে আলোচনা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তৈয়ব এরদোগান। এখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আলোচনার অপেক্ষায় রয়েছেন তিনি।

রাজধানী আঙ্কারায় ১১তম রাষ্ট্রদূত সম্মেলনে এরদোয়ান এসব তথ্য জানিয়েছেন। এ সম্মেলনে পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে তুরস্কের কূটনীতিক ও বিদেশ মিশনের কর্মকর্তারা মিলিত হয়।

সোমবার (৫ আগস্ট) ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের মধ্য দিয়ে কাশ্মিরের স্বায়ত্তশাসনের অধিকার কেড়ে নেওয়া হয়। এদিকে জম্মু-কাশ্মিরকে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করতে পার্লামেন্টে একটি বিলও পাস করা হয়েছে। এই পদক্ষেপকে কেন্দ্র করে কাশ্মিরজুড়ে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত সেনা। গ্রেফতার করা হয়েছে সেখানকার শতাধিক স্থানীয় নেতাকে। ইন্টারনেট-মোবাইল পরিষেবা বন্ধ রাখা হয়েছে। বিরাজ করছে থমথমে পরিস্থিতি।

রজব তৈয়ব এরদোগান বলেছেন, পরিস্থিতি শান্ত করতে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে তার ‘ফলপ্রসূ’ ফোনালাপ হয়েছে। আশা করা হচ্ছে, এ অঞ্চলের উদ্বেগজনক পরিস্থিত ও উত্তেজনা কমাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে যোগাযোগ করবে আঙ্কারা।

পূর্ববর্তি সংবাদদুই দিনের ব্যবধানে আবারও বাড়ল স্বর্ণের দাম
পরবর্তি সংবাদময়মনসিংহে আইজেডিবি ও শিকড়ের উদ্যোগে অনুষ্ঠিত হলো গণমাধ্যম সচেতনতা মজলিস