নেসাবের মালিক যদি কুরবানীর সময় সাময়িক ঋণগ্রস্ত হয় তার কুরবানীর বিধান কী?

প্রশ্ন: নেসাব পরিমাণ সম্পদের মালিক যদি কুরবানীর সময় সাময়িক ঋণগ্রস্ত হয় তাহলে তার উপর কুরবানী ওয়াজিব হবে কি?

উত্তর: নেসাব পরিমাণ সম্পদের মালিক যদি কুরবানীর দিনগুলোতে সাময়িক ঋণগ্রস্ত থাকে, যা পরিশোধ করে দিলে তার কাছে প্রয়োজনের অতিরিক্ত নেসাব পরিমাণ সম্পদ বাকি থাকে না তাহলে তার উপর কুরবানী ওয়াজিব হবে না। আর যদি ঋণ আদায় করে দিলেও নেসাব পরিমাণ সম্পদ বাকি থাকে তাহলে তার উপর কুরবানী ওয়াজিব হবে।

পূর্ববর্তি সংবাদএই প্রথম মসজিদে নববিতে বাংলায় বয়ান করছেন আলেমরা
পরবর্তি সংবাদমাত্র ৪০ দিনে কুরআনের হাফেজ হলো কিশোর সাদিক নুর আলম