‘নৌপথের যাতায়াতে এবারের ঈদে যাত্রীদের কোনো বিড়ম্বনা হবে না’

ইসলাম টাইমস ডেস্ক: নৌপথ যাতায়াতে এবারের ঈদে যাত্রীদের কোনো বিড়ম্বনা হবে না বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

আজ সোমবার সকালে আসন্ন ঈদুল আজহায় নিরাপদ-নির্বিঘ্ন ও সুষ্ঠু ঈদ ব্যবস্থাপনা নিশ্চিতকল্পে সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ তথ্য জানান।

এ সময় তিনি ফেরি পারাপারে সিরিয়াল মেনটেন করতে বিআইডব্লিউটিসিকে নির্দেশ দেন। জরুরি অ্যাম্বুলেন্স ও ভিআইপি পারাপারে আরও সতর্ক থাকারও পরামর্শ দেন তিনি।

বিআইডব্লিউটিএ ঢাকা নদীবন্দরের আয়োজনে নৌপথে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে প্রতিমন্ত্রীর নেতৃত্বে সমন্বয় সভায় সিটি কর্পোরেশনের প্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, ঢাকা নদীবন্দরের কর্মকর্তাগণ, লঞ্চ মালিক সতিমির সদস্য, শ্রমিক ফেডারেশরেন প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়।

পূর্ববর্তি সংবাদকাশ্মীর বিষয়ে কার্যকরী পদক্ষেপ নিতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি ওআইসির আহ্বান
পরবর্তি সংবাদঅসুস্থ হয়ে আল্লামা সুলতান যওক নদভী চট্টগ্রামের পার্কভিউ হাসপাতালে ভর্তি