অসুস্থ হয়ে আল্লামা সুলতান যওক নদভী চট্টগ্রামের পার্কভিউ হাসপাতালে ভর্তি

ইসলাম টাইমস ডেস্ক: দেশের অন্যতম শীর্ষ আলেম জামেয়া দারুল মা’আরিফ আল-ইসলামিয়া চট্টগ্রামের প্রতিষ্ঠাতা পরিচালক আল্লামা সুলতান যওক নদভীর স্বাস্থের অবনতি ঘটায় চট্টগ্রামের পার্কভিউ হাসপাতালের করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ)- চিকিৎসাধীন রয়েছেন।

দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছেন। উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞ ডাক্তাররা।

জানা যায়, স্বাস্থ্যের অবনতি হলে ঈত্তেহাদুল মাদারীস বাংলাদেশের সভাপতিকে চট্টগ্রামের পার্কভিউ হাসপাতালে ভর্তি করা হয়। বিশেষজ্ঞ ডাক্তারদের বোর্ডের পক্ষ থেকে আল্লামা নদভীকে উন্নত চিকিৎসার জন্য  ভারতের চেন্নাই নেয়ার জন্য পরামর্শ দিয়েছেন। চেন্নাই নিয়ে যাওয়ারও প্রসেসিং চলছে।

দেশবরেণ্য এ আলেমের জন্যে জামেয়া দারুল মা’আরিফ আল-ইসলামিয়ার ছাত্র শিক্ষক ও পরিবারের পক্ষ থেকে  সকলের কাছে দোয়া কামনা করা হয়েছে।

পূর্ববর্তি সংবাদ‘নৌপথের যাতায়াতে এবারের ঈদে যাত্রীদের কোনো বিড়ম্বনা হবে না’
পরবর্তি সংবাদকাশ্মীর ইস্যুতে বিকাল ৩ টায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল