মুম্বাইয়ের আবদুর রহমান স্ট্রীটে ভয়াবহ অগ্নিকাণ্ড

ইসলাম টাইমস ডেস্ক: ভারতের মুম্বাইয়ের ব্যস্ততম ও মুসলিম প্রধান এলাকা আবদুর রহমান স্ট্রীটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে আশপাশের পুরো এলাকা ধুয়াচ্ছন্ন হয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা জানান, শনিবার ভোর ৪ টায় এ আগুনের সূত্রপাত হয়। খবর বাসিরাত অনলাইনের।

জানা গেছে, একটি স্টেশনারী দোকান থেকে অগ্নিকাণ্ডের সূচনা হয়। কিছুক্ষণের মধ্যেই আগুন পার্শ্ববর্তী বিভিন্ন ভবনে ছড়িয়ে যায়। ঘটনার অল্প সময়ের মধ্যেই  দমকল বাহিনীর লোকেরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু করে। সকাল পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনার খবর পাওয়া যায়নি। এ ঘটনায় হতাহতের কোনো খবর জানা যায়নি।

মুসলিম প্রধান এলাকা আবদুর রহমান স্ট্রীটে অবস্থানরত মাওলানা রশীদ আহমদ নদভী সকালে জানান, আগুন বেশ কয়েকটি ভবনে ছড়িয়ে পড়েছে। দমকল বাহিনীর সদস্যরা সর্বাত্নক চেষ্টা চালিয়েও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে পারেনি। মাওলানা নদভী পরিস্থিতি উত্তরণে সবার কাছে দোয়া চেয়েছেন।

সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত, অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। স্থানীয় বাসিন্দারা ধারণা করছেন, দোকানের শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের সূচনা হয়েছে। অগ্নিকাণ্ড কবলিত এলাকার বাসিন্দাদের মধ্যে ভীতি ছড়িয়ে পড়েছে।

পূর্ববর্তি সংবাদসরকারি খরচে হজযাত্রী ৫৮ আলেম সন্ধ্যায় বঙ্গভবন যাচ্ছেন রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাত করতে
পরবর্তি সংবাদআতঙ্কের কিছু নেই, ডেঙ্গু নিয়ন্ত্রণেই আছে: স্বাস্থ্যমন্ত্রী