নেসাব পরিমাণ সম্পদের মালিক কুরবানীর সময় ঋণগ্রস্ত হলে কি কুরবানি করবে?

প্রশ্ন: নেসাব পরিমাণ সম্পদের মালিক যদি কুরবানীর সময় সাময়িক ঋণগ্রস্ত হয় তাহলে তার উপর কুরবানী ওয়াজিব হবে কি?

উত্তর:

নেসাব পরিমাণ সম্পদের মালিক যদি কুরবানীর দিনগুলোতে সাময়িক ঋণগ্রস্ত থাকে, যা পরিশোধ করে দিলে তার কাছে প্রয়োজনের অতিরিক্ত নেসাব পরিমাণ সম্পদ বাকি থাকে না তাহলে তার উপর কুরবানী ওয়াজিব হবে না। আর যদি ঋণ আদায় করে দিলেও নেসাব পরিমাণ সম্পদ বাকি থাকে তাহলে তার উপর কুরবানী ওয়াজিব হবে। -বাদায়েউস সানায়ে ৪/১৯৬; ফাতাওয়া হিন্দিয়া ৫/২৯২

সৌজন্যে: ফাতওয়া বিভাগ, মারকাযুদ দাওয়া আল ইসলামিয়া ঢাকা

পূর্ববর্তি সংবাদঈদুল আজহায় নতুন নোট, পাওয়া যাবে যে সব ব্যাংকে
পরবর্তি সংবাদইন্দোনেশিয়ায় ভয়াবহ ভূমিকম্প, আবারও সুনামির আশঙ্কা