এডিস মশা বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি চেনে না: গয়েশ্বর

ইসলাম টাইমস ডেস্ক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, সরকারি প্রতিষ্ঠানগুলোর সমন্বয়নহীনতার কারণে ডেঙ্গু মহামারি আকার ধারণ করেছে। এডিস মশা বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি চেনে না। ডেঙ্গু মোকাবেলায় সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

আজ শনিবার জাতীয় প্রেসক্লাবে জাতীয় মানবাধিকার আন্দোলনের উদ্যোগে আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে তিনি এসব বলেন।

গয়েশ্বর বলেন,  দেশে দুটি সিটি কর্পোরেশন আছে। মানুষ রসিকতা করে বলে সিটি করাপশন। সিটি ভবন মানে এখানে করাপশনের আড্ডাখানা। সব এলোমেলো। প্রতি বছর কিন্তু মশা মারার নির্ধারিত বাজেট আছে। মশা মারার বাজেটের টাকা ভাগবাটোয়ারা হয়।

গয়েশ্বর চন্দ্র আরও বলেন, সরকার খুব ভালো অবস্থায় নেই। সরকারের মন্ত্রীদের কথাবার্তায় তা মনে হয়। আর প্রধানমন্ত্রী ছাড়া তো কেউ কথাও বলেন না। চিকিৎসার জন্য লন্ডন গেছেন। দেশের অবস্থা যত খারাপ, তার চেয়ে মনে হয়, প্রধানমন্ত্রীর অবস্থা ভয়াবহ। তা না হলে তিনি তাড়াতাড়ি দেশে আসতেও পারতেন। বিএনপির প্রধানমন্ত্রীর সুস্থতা কামনা করে। প্রধানমন্ত্রীর শুধু চোখ না, তার মন, ভাবনা সুস্থ হোকে।

 

পূর্ববর্তি সংবাদমক্কায় আরো এক বাংলাদেশি হজ্বযাত্রীর ইন্তেকাল
পরবর্তি সংবাদপড়তি দর: সীমিত হয়ে আসছে মাদরাসার চামড়া সংগ্রহের আয়োজন