নারায়ণগঞ্জের একটি বস্তিতে আগুনে পুড়ে গেছে ৭০টি ঘর-বাড়ি

ইসলাম টাইমস ডেস্ক: নারায়ণগঞ্জের একটি বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বস্তিবাসী দাবি করেছে, আগুনে বস্তির টং দোকান, ঝুটের গুদাম ও ঘর বাড়িসহ প্রায় ৭০টি স্থাপনা পুড়ে গেছে বলে।

বৃহস্পতিবার দিবাগত রাত ৩টায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে সদর উপজেলার ফতুল্লা থানার জেলা পরিষদ কার্যালয় এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

নারায়ণগঞ্জ শহরের মন্ডলপাড়া, হাজীগঞ্জ ও আদমজী ফায়ার স্টেশনের সাতটি ইউনিটের দমকল বাহিনীর কর্মীরা আগুন নিয়ন্ত্রণে অংশ নেয়। আগুন নেভানো না পর্যন্ত ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন গণমাধ্যমকে জানান, এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে আগুনে কেউ হতাহত হয়নি। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর নিশ্চিত করে বলা যাবে।

পূর্ববর্তি সংবাদমোদি সরকার মুসলিম নারীদের প্রতি অবিচার করেছে: মাহমুদ মাদানী
পরবর্তি সংবাদযাত্রীবাহী দুই বাসের সংঘর্ষে  ঠাকুরগাঁওয়ে নিহত ৭