দিল্লিতে আজ থেক ২০০ ইউনিট পর্যন্ত বিদ্যুত ফ্রি

ইসলাম টাইমস ডেস্ক: ভারতের রাজধানী নয়া দিল্লিতে ২০০ ইউনিট পর্যন্ত বিদ্যুতের ব্যবহার ফ্রি করে দিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তিনি ঘোষণা দিয়েছেন আজ অর্থাৎ ১লা আগস্ট থেকে এই নির্দেশ কার্যকর হবে। খবর অনলাইন এনডিটিভির।

তিনি আরও বলেছেন, এরপরে ২০১ ইউনিট থেকে ৪০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারকারীকে মূল্য দিতে হবে অর্ধেক। এ ঘোষণা দিয়ে তিনি আরও বলেন, ভারতের মধ্যে এখন বিদ্যুত সবচেয়ে সস্তা দিল্লিতে। এর মধ্য দিয়ে বিদ্যুতের সাশ্রয় উৎসাহিত হবে।

অরবিন্দ কেজরিওয়াল বলেন, ভিআইপি এবং বড় বড় রাজনীতিবিদরা যদি বিনা মূল্যে বিদ্যুৎ পান তা নিয়ে কেউ কোনো কথা বলেন না। তাহলে কেন সাধারণ মানুষ বঞ্চিত থাকবে- এমন প্রশ্ন রাখেন তিনি।

পূর্ববর্তি সংবাদআগস্টে দেশে জঙ্গি হামলার শঙ্কা রয়েছে: ওবায়দুল কাদের
পরবর্তি সংবাদকোরবানি নিয়ে ফেসবুকে কটুক্তি করায় মাগুরায় কলেজছাত্র আটক