পাশ হওয়া তিন তালাক বিল মুসলমানদের উপর অব্যাহত জুলুমের অংশ: ওয়াইসি

ইসলাম টাইমস ডেস্ক: ভারতে লোকসভার পর রাজ্যসভাতেও পাশ হওয়া বিতর্কিত তিন তালাক বিলের কঠোর সমালোচনা করে আসাদুদ্দিন ওয়াইসি বলেন, ২০১৪ থেকে ভারতে মুসলিমদের ওপর যে অত্যাচার চলছে এটা তারই একটা অংশ।

রাজ্যসভায় তিন তালাক বিল পাশ হওয়ার পর গতকাল মঙ্গলবার ক্ষোভ প্রকাশ করে টুইট বার্তায় ওয়াইসি বলেন, ‘২০১৪ থেকে মুসলিমদের ওপর যে অত্যাচার চলছে এটা তারই একটা অংশ। গুন্ডা দিয়ে বা পুলিশের অত্যাচারে আমাদের দমিয়ে রাখা যাবে না। ভারতের সংবিধানে আমাদের দৃঢ় বিশ্বাস আছে। আমরা ন্যায়বিচার ও অধিকারের জন্য লড়াই করব।’

এই বিল অনুযায়ী তিন তালাক ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য হবে এবং এতে সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ডের বিধান রয়েছে।

 

অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডও সরকারের এই সিদ্ধান্তের বিরোধিতা করেছে। এটা গণতন্ত্রের কালো দিন বলে মন্তব্য করেছে তারা। তারা বার্তা দিয়ে জানিয়েছে, তারা সব মুসলিম মহিলাদের তরফ থেকে এই সিদ্ধান্তের প্রতিবাদ জানাচ্ছে।

মঙ্গলবার রাজ্যসভায় এই বিলের পক্ষে ৯৯টি ভোট পড়ে৷ যেখানে বিপক্ষে ভোট পড়ে ৮৪টি৷ বিলের বিরোধিতায় রাজ্যসভা থেকে ওয়াক-আউট করে এআইডিএমকে ও জেডিইউ ও টিআরএস৷

এর আগে, বৃহস্পতিবার লোকসভায় এই বিল পাস হয়। এই বিল অনুসারে তিন তালাক দেওয়ার অপরাধে এক পুরুষের কারাদণ্ড হতে পারে।

 

পূর্ববর্তি সংবাদপাকিস্তানে পুলিশের গাড়িতে বোমা বিস্ফোরণে নিহত ৫
পরবর্তি সংবাদসীমান্ত থেকে দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ