উইঘুরদের পক্ষে চীনে যাবে তুর্কি প্রতিনিধিরা

ইসলাম টাইমস ডেস্ক: চীনে নির্যাতিত উইঘুর মুসলিমদের পক্ষে আলোচনার জন্য চীনের বেইজিংয়ে একটি প্রতিনিধি দল পাঠাচ্ছে তুরস্ক। মঙ্গলবার (৩০ জুলাই) তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসগ্লু গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

তুরস্কের প্রভাবশালী সংবাদমাধ্যম ইয়ানি শাফাকের খবরে বলা হয়েছে, মঙ্গলবার উইঘুর পরিস্থিতি নিয়ে চীনা পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনার পরে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানিয়েছেন।

চীনের জিনজিয়াং উইঘুর স্বায়ত্তশাসিত অঞ্চলে পূর্ব তুর্কিস্তান হিসেবে তুর্কি উইঘুর জনগণসহ অনেক জাতিগত সংখ্যালঘুদের আবাস।

জিনজিয়াংয়ের জনসংখ্যার ৪৫ ভাগ তুর্কি উইঘুর জাতিগোষ্ঠী। উইঘুরদের ধর্মীয়, বাণিজ্যিক এবং সাংস্কৃতিক কাজে দমনমূলক নীতি চালানোর অভিযোগ রয়েছে চীনের বিরুদ্ধে।

পূর্ববর্তি সংবাদদেশবাসীর প্রতি গুজবে কান না দেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী
পরবর্তি সংবাদসংখ্যালঘুদের সব অধিকার নিশ্চিত করা হবে: ইমরান খান