হাসপাতালে বিমান হামলায় ত্রিপোলিতে ৫ চিকিৎসক নিহত

ইসলাম টাইমস ডেস্ক: বিমান হামলায় লিবিয়ার রাজধানী ত্রিপোলীর দক্ষিণাঞ্চলীয় এলাকার একটি  হাসপাতালে ৫ চিকিৎসক নিহত হয়েছেন। উদ্ধারকারীসহ আহত হয়েছেন আরো ৭জন। খবর আল জাজিরার।
গতকাল রোববারের (২৯ জুলাই) হতাহতের এ ঘটনার জন্য পূর্বাঞ্চল নিয়ন্ত্রণকারী বিদ্রোহী গোষ্ঠী হাফতার বাহিনীকে দায়ী করেছে দেশটির জাতিসংঘ সমর্থিত সরকার। তবে এ অভিযোগের বিষয়ে কোনো মন্তব্য করেনি বিদ্রোহীরা।
মুয়াম্মার গাদ্দাফির পতনের পর থেকেই অস্থিরতা বিরাজ করছে লিবিয়ায়। মূলত জাতিসংঘ সমর্থিত সরকার এবং বিদ্রোহীদের মধ্যে এ সংঘাত চলছে। বিশ্বস্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, গেলো এপ্রিল থেকে এ পর্যন্ত দু’পক্ষের সংঘাতে ১ হাজার ১শ’ মানুষ প্রাণ হারিয়েছে।
পূর্ববর্তি সংবাদআগস্টের মধ্যে ইমরানকে পদত্যাগের আলটিমেটাম মাওলানা ফজলুর রহমানের
পরবর্তি সংবাদরক্ষা পাচ্ছে না প্রার্থনাস্থলও, মসজিদে বিজেপির পতাকা