সাবেক পাক প্রধানমন্ত্রী নওয়াজের কারাকক্ষ থেকে এসি-টিভি খুলে ফেলার নির্দেশ

ইসলাম টাইমস ডেস্ক: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ৬৯ বছর বয়সী নওয়াজ শরিফের কারাকক্ষ থেকে এসি ও টিভি খুলে নেয়ার নির্দেশ দিয়েছে পাঞ্জাব সরকার। আল-আজিজ স্টিল মিল মামলায় সাত বছরের কারাজীবন ভোগ করছেন নওয়াজ শরিফ। খবর ডনের

নওয়াজকে লাহোরের কোর্ট লাখপত জেলে রাখা হয়েছে। গত ১৭ জুলাই পাঞ্জাব স্বরাষ্ট্র মন্ত্রণালয় কারা মহাপরিদর্শকের কাছে লিখিত এক চিঠিতে এ নির্দেশ দেয়।

লাহোরের কারা মহাপরিদর্শকের চিঠিতে বলা হয়, প্রধানমন্ত্রীর নিম্নলিখিত নির্দেশাবলি অনুযায়ী, কোনো অপরাধী এবং অর্থ আত্মসাৎকারীকে কারাগারে কোনো সুযোগ-সুবিধা দেয়া হবে না।

এ বিষয়ে এক চিঠিতে উদ্বেগ জানিয়েছেন নওয়াজ শরিফের দল পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) প্রেসিডেন্ট ও নওয়াজের ছোট ভাই শাহবাজ শরিফ।

তিনি বলেন, পাঞ্জাব সরকারের গঠিত চিকিৎসক দল নওয়াজের স্বাস্থ্য বিবেচনা করে তার কক্ষের তাপমাত্রা ঠিক রাখতে বলেছেন। তা করা না হলে তার কিডনির ওপর নেতিবাচক প্রভাব পড়বে। এটি তার ভাইয়ের জীবনের জন্য হুমকি বলে দাবি করেছেন তিনি।

পূর্ববর্তি সংবাদঢাবিতে দুই মেয়র ও স্বাস্থ্যমন্ত্রীর কুশপুত্তলিকা দাহ
পরবর্তি সংবাদহজ্ব ও উমরা: পদ্ধতি ও মাসায়েল ( ০৩)