ময়মনসিংহের গফরগাঁওয়ে এসিড নিক্ষেপ করা হলো মাদরাসা ছাত্রীকে

ইসলাম টাইমস ডেস্ক: ময়মনসিংহের গফরগাঁওয়ে মিনহা নামে এক মাদরাসা ছাত্রীকে এসিড নিক্ষেপ করে অজ্ঞাতনামা দুই মোটরসাইকেল আরোহী। এতে মিনহার মুখের একাংশ, থুতনি ও ডান হাতের একাংশ ঝলসে গেছে।

গতকাল শনিবার মাদরাসা যাওয়ার পথে উপজেলার পাগলা থানার তারাটিয়া গ্রামে গফরগাঁও-হোসেনপুর সড়কে এ ঘটনা ঘটে। মিনহা গফরগাঁওয়ের পাচবাগ ফাজিল মাদরাসার ১ম বর্ষের ছাত্রী। পাগলা থানার ওসি শাহিনুর রহমান এ খবর নিশ্চিত করেন।

এলাকাবাসী সূত্রে জানা গেছে গতকাল সকাল ১০ টার দিকে মিনহা অন্যান্য দিনের মতো হেঁটে মাদরাসায় যাচ্ছিল। তারটিয়া গ্রামের কাছে পৌঁছলে একটি মোটরসাইকেলে অজ্ঞাতনামা দুই আরোহী এসে তার মুখে এসিড নিক্ষেপ করে পালিয়ে যায়। এসিডদগ্ধ হয়ে মিনহা রাস্তার পাশের বাড়িতে আশ্রয় নেয়। এলাকাবাসী তাকে উদ্ধার করে প্রথমে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে কিশোরগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়।

পূর্ববর্তি সংবাদমুসলিম নির্যাতন বন্ধের দাবি জানানো ৪৯ বুদ্ধিজীবীর বিরুদ্ধে মামলা
পরবর্তি সংবাদযৌন নিপীড়নের অভিযোগে নারায়নগঞ্জে মাদরাসা শিক্ষক আটক