যুক্তরাষ্ট্রে ধর্মীয় আশ্রয় নেবে প্রিয়া সাহা

ইসলাম টাইমস ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কাছে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন নিয়ে ভুল ব্যাখ্যা দেওয়ার পর এবার দেশটিতে ধর্মীয় আশ্রয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন প্রিয়া সাহা। প্রিয়া নিজের নিরাপত্তার কথা ভেবে এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।

নিউ ইয়র্কে তার এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, ঢাকায় ফিরলে তাকে গ্রেফতার বা হয়রানির বদলে সরকার নিরাপত্তা দেবে বলে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে মোমেন যে ঘোষণা দিয়েছেন তা বিশ্বাসযোগ্য হয়নি। ফলে আপাতত যুক্তরাষ্ট্রে ধর্মীয় আশ্রয়ের জন্য আবেদন করবেন প্রিয়া সাহা।

বর্তমানে নিউইয়র্কে ঘনিষ্ঠ এক আত্মীয়ের বাসায় রয়েছেন প্রিয়া সাহা। আপাতত গণমাধ্যমকর্মী কিংবা অপরিচিত কারোর সঙ্গেই দেখা করছেন না তিনি। এমনকি ফোনে কথা বলতেও নারাজ। জাতিসংঘের একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে প্রিয়া সাহা তার বিষয় নিয়ে যোগাযোগ করেছেন বলে জানা গেছে।

পূর্ববর্তি সংবাদপ্রতিরোধ করতে ব্যর্থ হয়ে সরকার এখন ডেঙ্গুকে গুজব বলছে: মির্জা ফখরুল
পরবর্তি সংবাদ‘মিথ্যাবাদী রাখালের মতো বিএনপির কথা এখন আর কেউ বিশ্বাস করে না’