লিবিয়া উপকূলে নৌকাডুবি, ১১৬ অভিবাসী নিখোঁজ

ইসলাম টাইমস ডেস্ক: লিবিয়া উপকূলে একটি নৌকা ডুবে কমপক্ষে ১১৬ অভিবাসী নিখোঁজ হয়েছে। লিবিয়ার কোস্টগার্ড ও স্থানীয় জেলেরা উদ্ধার করেছে ১৩২ জনকে। দেশটির নৌবাহিনীর মুখপাত্র আইয়ুব কাসেম বৃহস্পতিবার এসব তথ্য জানিয়েছেন।

কাসেমের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, প্রাথমিক তথ্য অনুযায়ী নৌকাটিতে ২০০ জনের বেশি অভিবাসী ছিল। রাজধানী ত্রিপোলির পূর্বদিকের শহর কোমাসের উপকূলে এটি ডুবে যায়। এ ঘটনায় এখন পর্যন্ত একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

এর আগে জাতিসংঘের অভিবাসীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর জানিয়েছিল, ১৫০ জনকে উদ্ধার করা হয়েছে। আরও ১৫০ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত হলে ভূমধ্যসাগরে নৌযান ডুবে এটিই হবে সর্বোচ্চ প্রাণহানির ঘটনা। লিবিয়া অভিবাসীদের কেন্দ্রস্থল। দেশটি থেকে সমুদ্রযাত্রার অনুপযোগী নৌকায় করে ইউরোপে পাড়ি জমানোর চেষ্টা করে তারা।

ইউএনএইচসিআরের মুখপাত্র চার্লি ইয়াক্সলি জানান, জীবিত উদ্ধার হওয়াদের তুলে আনেন জেলেরা। পরে লিবিয়ার কোস্টগার্ড তাদের তীরে নিয়ে আসে।

পূর্ববর্তি সংবাদ‘যাবতীয় অন্যায়ের জবাবদিহি একদিন আওয়ামী লীগ সরকারকে করতেই হবে’
পরবর্তি সংবাদখুলনার দুই ইউনিয়নের উপ-নির্বাচনে নৌকার ভরাডুবি