যাত্রাবাড়িতে ডাক্তার না হয়েও অপারেশন, জেল জরিমানাসহ হাসপাতাল সিলগালা

ইসলাম টাইমস ডেস্ক: যাত্রাবাড়ির মত রাজধানীর একটি গুরুত্বপূর্ণ জায়গায়  দুই ভুয়া চিকিৎসক কর্তৃক অপারেশন করে দুই রোগীর জরায়ুর ফেলে দেয়ার ঘটনা ঘটেছে। এঘটনায় বুধবার রাতে যাত্রাবাড়ীর দোলাইরপাড় কিউর জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালায় র‌্যাব ১০-এর ভ্রাম্যমাণ আদালত।

অভিযান চালিয়ে হাসপাতালটি সিলগালা করে দেয়ার পাশাপাশি তিনজনকে জেল ও জরিমানা করা হয়েছে।

এছাড়া ডাক্তার না হয়েও অপারেশন করার অপরাধে তাদেরকে ৮ লাখ টাকা জরিমানাসহ দুই বছর করে কারাদণ্ড দেয়া হয়। আর হাসপাতালটির মালিক রাহিমা আক্তারকে দুই বছর সশ্রম কারাদণ্ড দেয়াসহ ৪ লাখ টাকা জরিমানা করা হয়।

ভুয়া ডাক্তার এস এম আল মাহমুদ নিজেকে এমবিবিস ও এফসিপিএস ডিএমসিএইচ পরিচয় দিয়ে রোগীদের সঙ্গে প্রতারণা করে আসছিলেন। এছাড়া সার্জারি ডাক্তার না হয়েও নাজমুল হুদা একজন রোগীর জরায়ুর অপারেশন করে ফেলে দেন।

র‌্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারোয়ার আলম জানান, কিউর জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের মালিক রাহিমা আক্তার এসএসসি পাস করেন। এরপর ২০০৮ সাল থেকে নিজেকে গাইনী ডাক্তার পরিচয় দিয়ে এ হাসপাতাল পরিচালনা করে আসছিলেন।

 

 

পূর্ববর্তি সংবাদশুরু হচ্ছে ‘দেশব্যাপী মশক নিধন ও পরিচ্ছনতা সপ্তাহ’
পরবর্তি সংবাদবাড্ডা ও মিরপুরে র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধ’, নিহত ২