‘সেতুতে মাথা লাগার গুজব দুবাই থেকে’, সরকারবিরোধী সম্পৃক্ততা পেয়েছে পুলিশ

jabad patowary_rtvonline.com

ইসলাম টাইমস ডেস্ক: পুলিশের মহাপরিদর্শক মোহাম্মদ জাবেদ পাটোয়ারী জানিয়েছেন, পদ্মা সেতু নির্মাণে মানুষের মাথা লাগবে গুজবটি সর্বপ্রথম দুবাই থেকে ছাড়নো হয়েছে। গুজবটি যে প্রচার করেছে সে সরকারবিরোধী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। আমরা তাকে শনাক্ত করেছি।

আজ বুধবার পুলিশ সদর দপ্তরে এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, পদ্মা সেতু নির্মাণে মানুষের কাটা মাথা লাগবে- এই গুজবটি দুবাই থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রথম প্রচার করা হয়েছে।

এ পোস্টটি করেছেন একজন প্রবাসী বাংলাদেশী। তাকে সনাক্ত করা হয়েছে। এসব গুজব প্রতিরোধে মাঠ পর্যায়ে সব ইউনিটকে নির্দেশনা দেওয়া হয়েছে।

গুজব রটানোর অভিযোগে এ পর্যন্ত ১০৩ জনকে গ্রেপ্তার ও ৩১টি মামলা করা হয়েছে। এ বিষয়ে কাল থেকে সপ্তাহব্যাপী সচেতনতা কর্মসূচি শুরু করবে পুলিশ।

পূর্ববর্তি সংবাদইসকনের বিরুদ্ধে মামলা করলেন মুফতী হাবিবুর রহমান মিছবাহ
পরবর্তি সংবাদবন্যায় দুর্গত মানুষ: ত্রাণ বিতরণ নিয়ে আলেমদের ভাবনা ও কার্যক্রম