দুদককে এবার মসজিদেও আসতে হল!

ইসলাম টাইমস ডেস্ক: নোয়াখালী সোনাইমুড়ি উপজেলার অম্বরনগর ইউনিয়নে মসজিদে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মুতাওয়াল্লি নিয়োগ, ওয়াকফ সম্পত্তি দখল এবং অর্থ আত্মসাতের অভিযোগে এই অভিযান চালানো হয়েছে বলে জানা গেছে।

জানা যায়, মসজিদে মুতাওয়াল্লি নিয়োগ, সম্পতি দখল ও বার্ষিক অর্থ আদায়ের হিসাবে গড়মিল পাওয়ায় দুদকের প্রতিনিধি দল রবিবার বিকালে অভিযান চালায়। অভিযানে পূর্ব অম্বরনগর রকিবউদ্দীন মুক্তার বাড়ি সংলগ্ন জামে মসজিদ ও মাদ্রাসায় সরেজমিনে গিয়ে এর প্রমাণ পায় দুদক।

সেক্রেটারি আবদুল মান্নান ও প্রধান শিক্ষক আবদুল ওয়াদুদ দীর্ঘদিন ধরে ওয়াকফ সম্পত্তি দখল ও অর্থ আত্মসাৎ করে আসছে।

দুদকের প্রতিনিধি দল, রবিবার তাদের কাছে হিসাব চাইলে তারা ২০১০ সাল থেকে ২০১৯ সালের হিসাব দিতে ব্যর্থ হন। একই সাথে বিভিন্ন ব্যক্তির দান-অনুদানে পাওয়া অর্থের ও কোনো হিসাব দিতে পারেনি।

পরে দুদকের প্রতিনিধি দল তাদের সোমবার জেলা দুদক কার্যালয়ে যেতে বলেন।

এ বিষয়ে মসজিদের সভাপতি আলহাজ্ব শহীদ উল্ল্যা ও এলাকাবাসী জানান, আমরা দীর্ঘদিন ধরে আমাদের দান- অনুদান দেওয়ার পরও হিসাব চাইতে পারি না। হিসাব চাইতে গেলে উল্টো হেনস্তার শিকার হতে হয়। আমরা এর সুষ্ঠু তদন্ত দাবি করছি।

পূর্ববর্তি সংবাদকুড়িগ্রাম রৌমারিতে বন্যা পরিস্থিতির অবনতি, ত্রাণ নিয়ে উপস্থিত আলেমদের কাফেলা
পরবর্তি সংবাদভারতের উত্তরপ্রদেশে বজ্রপাতে নিহত ৩২, আদিত্যনাথের শোক